Advertise With Us
For Questions, Enquiries, Click Here
Page | Group - Follow us - Call Us - Admin - bdpathan420@gmail.com

আমাদের আজকের টিউটোরিয়ালটি হলো একদম ফ্রিতে কোনো ডাটা বা এমবি ছাড়া জনপ্রিয় সার্চ ইঞ্জিন Google এ সার্চ করা এবং ফ্রিতে বিভিন্ন সোসায়াল সাইট Facebook, Twitter, Instagram, Linkedin, Yahoo, বিশ্বতথ্যকোষ Wikipedia ও ভিডিও স্ট্রিমিং সাইট Youtube ভিজিট করা নিয়ে। যা আমরা ফেসবুকের ফ্রি সেবা Freebasics এর মাধ্যম ইউস করে করব। যা করতে হলে মোবাইলের যেকোনো ব্রাউজারে http://0.freebasics.com সাইটে প্রবেশ করে করতে হবে। হয়তো অনেকে বিষয়টি ফলো করেছেন যে, কোনো ব্রাউজার দিয়ে ফ্রিব্যাসিক্স সাইটে প্রবেশ করলে এখন আর আগের মত আসে না, নতুন পদ্ধতিতে আসে। যার ফলেই আমরা উপরিল্লিখিত সাইটগুলো ফ্রিতে ভিজিট করতে পারবো এবং সাইটগুলো ইউস করতে পারবো। তো চলুন প্রমাণ দেখতে একেএকে নিচের স্ক্রিনশটগুলো দেখে নেওয়া যাক।
যেকোনো ব্রাউজার দিয়ে এখন ফ্রিব্যাসিক্স সাইটে প্রবেশ করলে ঠিক উপরের স্ক্রিনশটের মত আসে। দেখুন এখানে দেখা যায়, Google.com সার্চ বক্সটি। এর মাধ্যমে এখন যেকোনো বিষয়ে গুগলে সার্চ দিতে পারবেন। যেমন আমি গুগলে সার্চ করার জন্য আমার সাইট "TutorialBD71" সাইটটির নাম লিখেছি এবং সার্চ বাটনে ক্লিক করলাম।
দেখুন আমার সাইটটির নাম লিখে সার্চ দেওয়ার পর উপরের স্ক্রিনশটের মত সার্চকৃত রেজাল্ট দেখাচ্ছে। এইভাবে আপনি যেকোনো বিষয়ে একদম ফ্রিতে এখন গুগলে সার্চ দিতে পারবেন।
গুগল ছাড়াও এখন ফ্রিব্যাসিক্সের মাধ্যমে ছবিসহ মোবাইল ফেসবুকও একদম ফ্রিতে ইউস করতে পারবেন ঠিক উপরের স্ক্রিনশটের মত। ফ্রি ফেসবুক চালাতে ফ্রিব্যাসিক্স সাইটের হোমপেজের জনপ্রিয় লেভেলের নিচের Facebook লেখা বা আইকনটিতে ক্লিক করুন। অথবা এই https://www.0.freebasics.com/https/m.facebook.com/ লিংকে ক্লিক করুন বা কপি করে ব্রাউজারের সার্চবারে পেস্ট করে সার্চ করুন।
গুগল ও ফেসবুক ছাড়াও এখন ফ্রিব্যাসিক্সের মাধ্যমে টুইটারও ইউস করতে পারবেন ঠিক উপরের স্ক্রিনশটের মত। ফ্রি টুইটার চালাতে ফ্রিব্যাসিক্স সাইটের হোমপেজের জনপ্রিয় লেভেলের নিচের Twitter লেখা বা আইকনটিতে ক্লিক করুন। অথবা এই https://www.0.freebasics.com/https/mobile.twitter.com/ লিংকে ক্লিক করুন বা কপি করে ব্রাউজারের সার্চবারে পেস্ট করে সার্চ করুন।
গুগল, ফেসবুক, টুইটার ছাড়াও এখন ফ্রিব্যাসিক্সের মাধ্যমে ইনস্টাগ্রামও ইউস করতে পারবেন ঠিক উপরের স্ক্রিনশটের মত। ফ্রি ইনস্টাগ্রাম চালাতে ফ্রিব্যাসিক্স সাইটের হোমপেজের জনপ্রিয় লেভেলের নিচের Instagram লেখা বা আইকনটিতে ক্লিক করুন। অথবা এই https://www.0.freebasics.com/https/www.instagram.com/ লিংকে ক্লিক করুন বা কপি করে ব্রাউজারের সার্চবারে পেস্ট করে সার্চ করুন।
গুগল, ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম ছাড়াও এখন লিংকডইন ফ্রিব্যাসিক্সের মাধ্যমে ইউস করতে পারবেন ঠিক উপরের স্ক্রিনশটের মত। ফ্রি লিংকডইন চালাতে ফ্রিব্যাসিক্স সাইটের হোমপেজের জনপ্রিয় লেভেলের নিচের Linkedin লেখা বা আইকনটিতে ক্লিক করুন। অথবা এই https://www.0.freebasics.com/https/www.linkedin.com/ লিংকে ক্লিক করুন বা কপি করে ব্রাউজারের সার্চবারে পেস্ট করে সার্চ করুন।
গুগল, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও লিংকডইন ছাড়াও ইয়াহুও এখন ফ্রিব্যাসিক্সের মাধ্যমে ইউস করতে পারবেন। ফ্রি ইয়াহু চালাতে ফ্রিব্যাসিক্স সাইটের হোমপেজের জনপ্রিয় লেভেলের নিচের Yahoo লেখা বা আইকনটিতে ক্লিক করুন। এর জন্য আপনাকে Yahoo তে ক্লিক করার পর বামপাশের স্ক্রিনশটের মত আসলে Sign In বাটনে ক্লিক করুন। ক্লিক করলে ঠিক ডানপাশের স্ক্রিনশটের মত আসবে। ব্যাস, এখন ফ্রিতে ইয়াহুও ইউস করতে থাকুন। অথবা এই https://www.0.freebasics.com/https/en.yahoo.com/ লিংকে ক্লিক করুন বা কপি করে ব্রাউজারের সার্চবারে পেস্ট করে সার্চ করুন।
গুগল, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিংকডইন, ইয়াহু ছাড়াও বিশ্বতথ্যকোষ উইকিপিডিয়াও এখন ফ্রিব্যাসিক্সের মাধ্যমে ইউস করতে পারবেন। ফ্রি উইকিপিডিয়া চালাতে ফ্রিব্যাসিক্স সাইটের হোমপেজের জনপ্রিয় লেভেলের নিচের Wikipedia লেখা বা আইকনটিতে ক্লিক করুন। অথবা এই https://www.0.freebasics.com/https/www.wikipedia.org/ লিংকে ক্লিক করুন বা কপি করে ব্রাউজারের সার্চবারে পেস্ট করে সার্চ করুন।
গুগল, ফেসবুক, টুইটার, ইনস্টগ্রাম, লিংকডইন, ইয়াহু ও উইকিপিডিয়া ছাড়াও জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবও এখন ফ্রিব্যাসিক্সের মাধ্যমে ইউস করতে পারবেন ঠিক উপরের স্ক্রিনশটের মত। ফ্রি ইউটিউব চালাতে ফ্রিব্যাসিক্স সাইটের হোমপেজের জনপ্রিয় লেভেলের নিচের Youtube লেখা বা আইকনটিতে ক্লিক করুন। তবে হ্যাঁ, ভিডিও আসলেও ভিডিওগুলো চালাতে পারবেন না। অথবা এই https://www.0.freebasics.com/https/m.youtube.com/ লিংকে ক্লিক করুন বা কপি করে ব্রাউজারের সার্চবারে পেস্ট করে সার্চ করুন।

অবশেষে বলব, এখন থেকে কোনো এমবি বা ডাটা না থাকলেও আপনার উপরিউল্লিখিত সাইট ইউসের প্রয়োজন অনুযায়ী সাইটগুলো একদম ফ্রিতে ভিজিট বা ইউস করুন। এই বলে আমি আমার আজকের এই ফ্রি ইন্টারনেটের টিউটোরিয়ালটি এখানেই শেষ করলাম।

সৌজন্যে - বাংলাদেশের বিভিন্ন বিষয়ের উপর তৈরি করা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পেতে এই - www.TutorialBD71.blogspot.com ব্লগ সাইটে ভিজিট করুন।

Post a Comment

  1. এটা আপনি কোন ব্রাউজার য়ে চালান

    ReplyDelete
  2. Betway casino games - Play online casino games for free with bonus
    Online casinos offer 바카라 사이트 welcome bonuses with great promotions. We are constantly looking for new players to enjoy our games 온카지노 and งานออนไลน์ to find new slots.

    ReplyDelete

plz! wait for reply.

 
Top