Advertise With Us
For Questions, Enquiries, Click Here
Page | Group - Follow us - Call Us - Admin - bdpathan420@gmail.com

আজকে আমি আরেকটি মুক্তিযুদ্ধ বিষয়ক "Ora 11 Jon" নামক গেমের রিভিউ নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো দেখে থাকবেন আমার এর আগের পোস্টটিও আমি মুক্তিযুদ্ধ বিষয়ক একটি গেমের রিভিউ নিয়ে করেছিলাম। আর ঐ পোস্টে উল্লেখ করেছিলাম যে, মুক্তিযুদ্ধ বিষয়ক আরেকটি গেম নিয়ে পোস্ট করব। যে কথা সেই কাজ। কথা মোতাবেক সেই পোস্ট নিয়ে হাজির হলাম। আগের গেমটি থেকে এই গেমটি অনেক গুণে ভালো। গ্রাফিক্স বলেন আর কাহিনী বলেন সবদিক দিয়েই সেরা। গেমটিতে অনেকগুলো আলাদা আলাদা লেভেল রয়েছে। এক কথায় গেমটি খেলে আপনি মোটামুটি মুক্তিযুদ্ধ উপভোগ করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে নিচে থেকে গেমটির কয়েকটি স্ক্রিনশটসহ আরো কিছু তথ্য জানা যাক।

অ্যান্ড্রয়েড মোবাইলে গেমটি উপভোগ করতে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। গেমটির সাইজ মাত্র ২২ মেগাবাইট। আর হ্যাঁ, এই গেমটির VR এর জন্য একটি সংস্করণ তৈরি করা আছে। তাই যাদের ভিআর আছে তারাও এই গেমটি উপভোগ করতে পারবেন। এর জন্য আপনাকে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে।
Ora 11 Jon (ওরা ১১ জন) গেমটি ডেভেলপ করেছে Babylon Resources Limited নামের একটি বাংলাদেশী গেমস ডেভেলপার কোম্পানি।
গেমটিতে ১১টি লেভেল রয়েছে। যা ঠিক উপরের স্ক্রিনশটের মত।
গেমটিতে প্রত্যেকটি লেভেলের আন্ডারে ৩টি করে মিশন রয়েছে। এক একটি মিশন এক এক কাহিনী দ্বারা সাজানো।
গেমটিতে প্রত্যেক মিশনের আগে ইন্ট্রো ভিডিও রয়েছে। যাতে খুবই সুন্দরভাবে যুদ্ধের শুরুটাকে বুঝানো হয়েছে।
উপরের স্ক্রিনশটটি হলো একটি মিশনের।
উপরের স্ক্রিনশটটি হলো আরো একটি মিশনের।
উপরের স্ক্রিনশটটিও আরো একটি মিশনের।
মিশন ফেইলড হলে ঠিক উপরের স্ক্রিনশটের মত আসে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মর্মাহত টোন বাজে।

এইরকম আরো অনেককিছু রয়েছে গেমটিতে। তাই আশা করি গেমটি ডাউনলোড করে খেলে অনেক মজা পাবেন। তো আরকি দেরি কেন? এখনই গেমটি ডাউনলোড করে ইনস্টল করে খেলতে থাকুন। আর মুক্তিযুদ্ধের সময়টাকে উপভোগ করতে থাকুন।

Post a Comment

plz! wait for reply.

 
Top