যাদের মোবাইলে 4G সাপোর্ট এবং Airtel সিম রয়েছে। তাদের জন্য আজকের এই পোস্টটি অনেক উপকারী। যদিও আমি এইসব বিষয়ে তেমন একটা পোস্ট করি না, এর আগে দুই একটা করেছিলাম। আজকে হঠাৎ এটি চোখের সামনে পড়ল। তাই ভাবলাম যাদের মোবাইল 4G সাপোর্টেড এবং Airtel সিম রয়েছে। তাদের জন্য পোস্টটি করে পেলি। তাহলে তারা বিনা পয়সা একদম ফ্রিতে ১জিবি ফোরজি ইন্টারনেট নিতে পারবে এবং ব্যবহার করতে পারবে। এতক্ষণ অনেক বকবক করলাম চলুন এইবার জানা যাক, কীভাবে আপনার এয়ারটেল সিমে ফ্রিতে ১জিবি ফোরজি ইন্টারনেট নিতে পারবেন।
প্রথমে মোবাইলের ডায়াল অপশনে যান। তারপর ঠিক উপরের স্ক্রিনশটের মত *১২১*৩*৬# কোডটি টাইপ করে ডায়াল করুন।
তারপর উপরের স্ক্রিনশটের মত রিপ্লাইতে 0 টাইপ করে Send করুন।
তারপর দেখুন উপরের স্ক্রিনশটের মত "Your request is in process" লেখাটি ভেসে উঠেছে আপনার মোবাইলে। অর্থাৎ আপনার রিকুয়েস্টটি সফল হয়েছে।
এইবার ইন্টারনেট ব্যালেন্স চ্যাক করে দেখেন। আপনি ১জিবি ফোরজি ইন্টারেনট পেয়ে গেছেন। যেমন প্রমাণ দেখতে উপরের স্ক্রিনশটটি দেখতে পারেন।
Post a Comment
plz! wait for reply.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.