আজকে আমি আপনাদের সামনে কোনো টিপস বা অন্য কোনো বিষয় নিয়ে হাজির হইনি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের সবার জনপ্রিয় এই ওয়েবসাইটের একটি বিষয় নিয়ে। বিষয়টি হলো এই ওয়েবসাইটটি অনেক আগে থেকেই ফ্রিব্যাসিক্সের আওতাভুক্ত। তা হয়তো অনেকে জানেন আবার অনেকেই জানেন না। তাই যারা জানেন না, তাদের জানানোর জন্যই আজকের এই পোস্ট। আমাদের এই সাইটটি যেহেতু এখন ফ্রিব্যাসিক্সের আওতাভুক্ত তাই আমরা এখন সাইটটিতে গ্রামীণফোন, রবি ও এয়ারটেল সিমের নেট কানেকশনের মাধ্যমে ফ্রিতে ভিজিট করতে পারবো। তো সাইটটিতে ফ্রিতে ভিজিট করতে হলে প্রথমে সাইটটি ফ্রিব্যাসিক্সে যুক্ত করে নিতে হবে। সহজে সাইটটি ফ্রিব্যাসিক্সে যুক্ত করতে নিচের স্ক্রিনশটগুলোসহ লেখাগুলো ফলো করুন।
প্রথমে আপনার মোবাইলের যেকোন একটি ব্রাউজার ওপেন করে "ফ্রিব্যাসিক্স" সাইটে ভিজিট করুন। তারপর উপরের স্ক্রিনশটের মত পেজ স্ক্রল করে নিচে গিয়ে "Add more free service/আরও বিনামূল্যের পরিষেবা যোগ করুন" বাটনে ক্লিক করুন।
তারপর উপরের স্ক্রিনশটের মত "Search/অনুসন্ধান" বক্সে "OwnTips" লিখে সার্চ দিন। তারপর দেখবেন একই নামের দুইটি সাইট এসেছে। এখান থেকে স্ক্রিনশটের মত সিলেক্টকৃত অর্থাৎ যে সাইটের নিচে দিয়ে (বাংলায় ভাষায় টিপস বিষয়ক সাইট) লেখাটি রয়েছে ঐটিতে ক্লিক করে "Add/যোগ করুন" বাটনে ক্লিক করুন। ব্যাস, হয়ে গেল এখন থেকে একদম ফ্রিতে কোনো এমবি খরচ ছাড়াই আমাদের এই জনপ্রিয় সাইটটিতে সহজেই ভিজিট করুন আর নিত্যনতুন পোস্ট পড়ুন।
আর মনে রাখবেন এখানে সার্চ দেওয়ার পর যে দুইটি সাইট আসবে সেখান থেকে আমি যে সাইটটি দেখিয়ে দিয়েছি সেই সাইটটিই যোগ করবেন তাহলেই সাইটটিতে ফ্রিতে ভিজিট করতে পারবেন। আর যদি ঐটি করেন তাহলে সাইটটিতে ভিজিট করতে পারবেন না।
Post a Comment
plz! wait for reply.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.