আজকে আমি আরেকটি সোসায়াল সাইটের পোস্ট নিয়ে হাজির হয়েছি। যার সম্পর্কে অনেকে জানেন আবার হয়তো অনেকে জানেনও না। তো যারা জানেন না, তাদের জন্য আমার করা এই পোস্ট। ভিকে বা ভিকোনতাকতে হল বিশ্বের ২য় বৃহত্তম সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট, রাশিয়া এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলি, যেমন ইউক্রেন, বেলারুশ ও কাজাখস্তান -এ এটি সর্বাধিক জনপ্রিয় সোসায়াল ওয়েবসাইট। এই সামাজিক নেটওয়ার্কিং পরিষেবাটি বাংলাসহ অনেক ভাষায় ব্যবহার করা যায়। কিন্তু এটি রুশ ভাষা ব্যবহারকারীদের মধ্যে বেশি জনপ্রিয়। এটি প্রায় ৭৬টি ভাষায় ব্যবহার করা যায়। এই সাইটটি তৈরি করেছিলেন পাভেল দুরভ ২০০৬ সালের ১০ই অক্টোবর।
ভিকে ডট কমে প্রাইভেট ও পাবলিক দুই ধরনের চ্যাটই করা যায় এই সাইটের মাধ্যমে। বর্তমানে এই সাইটের নিবন্ধিত ব্যবহার কারির সংখ্যা ৩৭০ মিলিয়ন। এটা এতটাই জনপ্রিয়, যে এখন এটি রাশিয়ান ভাষা ছাড়াও ইংরেজিসহ অন্যান্য ভাষাতে তাদের সেবা সম্প্রসারিত করেছে। ২০১৬ সালের নভেম্বর মাসে ৮০ মিলিয়ন ইউনিক ভিজিটর এই সাইট ভিজিট করেছে।
এই সাইটে আমাদের দেশের অনেকেই অ্যাকাউন্ট খুলেছে। আমি নিজেও এই সাইটে অ্যাকাউন্ট খুলেছি। আমার ভিকে অ্যাকাউন্ট দেখতে এখানে ক্লিক করুন। আপনিও এই সাইটে একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এবং আমার সাথে এড হতে পারেন।
এই পোস্টটি এর আগে এই সাইটে এবং এই সাইটে করা হয়েছে।
Related Posts
ওয়াও বাংলাদেশি জনপ্রিয় টউটোরিয়াল সাইট TutorialBD71 এখন ফ্রিব্যাসিক্সের আওতাভুক্ত!
আমাদের আজকের বিষয়টি হচ্ছে আমাদের সবার জনপ্রিয় বাংলাদেশের সকল বিষয়ের উপর তৈরি করা সকল ধরনের টিউটোরি[...]
bKash অ্যাপে রেফার করে দু'জনই ৫০ টাকা করে ১০০ টাকা নিয়ে নিন!
আজকের টিউটোরিয়ালটি হলো বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংককিং সেবা bKash অ্যাপে রেফার করে দু'জনই ৫০/-[...]
অ্যাডমিশনের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়া!
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য অনলাইনে আবেদন করার পদ্ধতি নিয়ে আমাদের আজকের এই টিউটোরিয়াল। [...]
৭ কলেজের অনলাইনে অ্যাডমিশন আবেদন করার পদ্ধতি!
আজকের টিউটোরিয়ালটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত ৭ কলেজে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন নেওয়ার পদ্ধ[...]
bKash অ্যাজেন্টধারীর জন্য এইবার বিকাশ অ্যাপ!
বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং ব্যবস্থা bKash এইবার চালু করেছে বিকাশ অ্যাজেণ্টধারীদের জন্য অ্য[...]
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment
plz! wait for reply.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.